নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণে অবনমন এড়াতে লড়ছে নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। বিপিএলে এবারই প্রথম খেলছে রাজধানীর বাইরের দলটি। নিজেদের অভিষেক আসরে আলো ছড়াতে না পারলেও লিগে টিকে থাকতে চায় নোফেল। এ লক্ষ্যে নিজেদের ২৩তম ম্যাচে অপেক্ষকৃত শক্তিশালী চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে নোফেল ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড ফরহাদ মনা। এই জয়ে নোফেল ২৩ ম্যাচে পাঁচ জয়, চার ড্র ও ১৪ হারে ১৯ পয়েন্ট পেয়ে তালিকার এগারতম স্থানে উঠে আসলো। সমান ম্যাচে পাঁচ জয় এবং নয়টি করে ড্র ও হারে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে নেমে গেল চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রামের দলটির বিপক্ষে নোফেলের জয়ে দ্বাদশ স্থানে নামলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। ২২ ম্যাচে গোপীবাগের দলটি ১৮ পয়েন্ট পেয়ে অবনমনের শঙ্কায় ভুগছে। আর ব্রাদার্সের সমান ম্যাচ খেলা টিম বিজেএমসি ১১ পয়েন্ট পাওয়ায় ইতোমধ্যে তাদের অবনমন নিশ্চিত হয়েছে। এবার বিপিএলে ১৩ দল খেলছে। এখান থেকে দু’টি দল নেমে যাবে পেশাদার লিগের দ্বিতীয় স্তরের আসর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। দ্বিতীয় লেগে হারলেও প্রথম লেগে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারিয়েছিল নোফেলকে।
রোববার ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধে কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধের শুরু এগিয়ে যায় নোফেল। ম্যাচের ৫০ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আশরাফুল ইসলামের বাড়ানো ক্রস গোলমুখ ফরহাদ মনা’র পায়ে গেলে তিনি আলতো টোকায় গোল করে নোফেলকে এগিয়ে নেন (১-০)। শেষ পর্যন্ত মনা’র গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় নবাগত দলটির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।