মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সা¤প্রতিক বছরগুলোর মধ্যে সবেচেয়ে বড় ধরপাকড়েরর ঘটনা ঘটেছে রাশিয়ায়। নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রেক্ষিতে দেশটিতে চলমান বিক্ষোভ থেকে এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। বিবিসি বলছে, রাজধানী মস্কোর সিটি হলে হাজারো উপস্থিত জনতার ওপর লাঠিচার্জ করে দেশটির পুলিশ। লাঠিচার্জসহ নানাভাবে ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদেরকে ওই স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়। তারপর সহস্রাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। চলতি বছরের ৮ সেপ্টেম্বর মস্কোর স্থানীয় নির্বাচনে বিরোধীদলীয় সদস্যদের প্রার্থী হওয়ার সুযোগ দেয়ার দাবিতে শনিবার মস্কোর মেয়র দফতর সিটি হলের কাছে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিরোধীরা বলছে, রাজনৈতিক কারণে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কেড়ে নেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নির্বাচনে যেসব প্রার্থীর অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে তাদেরকেও এর আগে গ্রেফতার করা হয়। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় জনসমর্থন নেই এবং তারা যথেষ্ট বৈধ স্বাক্ষর সংগ্রহ করতে পারেননি, এমন কারণ দেখিয়ে কর্তৃপক্ষ ৩০ ব্যক্তিকে প্রার্থী হওয়ার অযোগ্য বলে ঘোষণা করে। কর্তৃপক্ষ আগেই এই বিক্ষোভকে অবৈধ বলে ঘোষণা করলেও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। অননুমোদিত বিক্ষোভ সমাবেশের ডাক দেয়ার কারণে বুধবার তাকে এক মাসের কারাদÐ দেয়া হয়। বিবিসি জানিয়েছে, বিক্ষোভ নিষিদ্ধ করা হলেও তারপরও কয়েক হাজার লোক ‘পুতিনবিহীন রাশিয়া’ ও ‘পুতিন পদত্যাগ করো’শ্লোগানে ওই বিক্ষোভে যোগ দিয়েছিল। সরকারি কর্তৃপক্ষ বলছে, অন্তত ১ হাজার ৭৪ জনকে আটক করা হয়েছে। তবে পর্যবেক্ষণকারী সংস্থাগুলো ১ হাজার ১২৭ জন আটকের খবর জানিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই বিক্ষোভকে নিরাপত্তা হুমকি হিসেবে অভিহিত করে জনগণের জন্য শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করার প্রতিশ্রæতি দিয়েছেন। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।