Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হেলমেট হঠাও পুনের মানুষকে বাঁচাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

হেলমেট বিরোধীরা শ্লোগান দিয়েছেন- হেলমেট হঠাও পুনের মানুষকে বাঁচাও। হেলমেট বিরোধী একটি গ্রুপ হেলমেটের শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত আয়োজন করেছিল। তাদের একটি যুক্তি হলো- শিখরা মাথায় টুপি পরিধানের কারণে যদি হেলমেট পরা থেকে রেহাই পায়, তা হলে অন্যরা পাবে না কেন? ভারতে মোটর সাইকেল চালকদের জন্য হেলমেট বাধ্যতামূলক হলেও ভারতের কিছু জায়গায় এ নিয়ম কার্যকর করা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর পুনেতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হেলমেট বাধ্যতামূলক করা সম্ভব হচ্ছে না। পুনের ব্যস্ত সড়ক গনেশখিন্দ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছিলেন পুলিশ কনস্টেবল সুনিল তাথে। তার মতে, এখন ৭০ শতাংশ চালক হেলমেট পরলেও একসময় পুলিশকে আদেশ দেয়া হতো হেলমেট পরতে বাধ্য করতে চালানো অভিযান বন্ধ করার জন্য। তাথে আসলে একটি সরকারি আদেশের দিকেই ইঙ্গিত করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ নির্দেশ দিয়েছেন রাস্তাঘাটে চালকদের না থামিয়ে বরং জরিমানার নোটিশ আইন ভঙ্গকারী চালকদের বাড়িতে পাঠাতে। পুনের এমপিরা হেলমেট অভিযানকালে মানুষকে পুলিশ হয়রানি করছে, এমন অভিযোগ তোলার পর মুখ্যমন্ত্রী এমন আদেশ দেন। ভারতের যে ১০ শহরে বেশি সড়ক দুর্ঘটনা হয়, পুনে তার একটি। গত পাঁচ বছরে কমপক্ষে এক হাজার বাইকচালক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং এর মধ্যে মাত্র তিনজনের মাথায় হেলমেট ছিল। অথচ পুলিশ যখন অভিযান শুরু করল, তখন সবাই এর বিরুদ্ধে সোচ্চার হলো। এমনকি কিছু মানুষ রাস্তায় এসে এর প্রতিবাদ করেছে। এনডিটিভি।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ