Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতলক্ষ্যায় নোঙর করা জাহাজ থেকে ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৬:৫৩ পিএম

নিখোঁজের ২৭ ঘণ্টা পর রিতুল ঘোষ (১৪) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) দুপুরের দিকে নগরীর শীতলক্ষ্যার ৫ নং ঘাটে নোঙর করা জাহাজ এমবি সজল তন্ময়-২ থেকে এ লাশ উদ্ধার করা হয়।রিতুল ঘোষ নগরীর দেওভোগ এলাকার দুলাল ঘোষের ছেলে এবং বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্ট শ্রেণীর ছাত্র। সে শুক্রবার ১১ টার দিকে তার চার বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলো।

থানা সূত্র জানিয়েছে, এ ঘটনায় রিতুলের চার সহপাঠীকে আটক দেখানো হয়েছে এবং এমবি সজল তন্ময়-২ জাহাজ এর ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসা হয়েছে। এছাড়াও জাহাজটিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।রিতুলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. কামরুল ইসলাম।

তিনি রিতুলের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, শুক্রবার ১১ টার দিকে রিতুল তার চার সহপাঠী বন্ধুর সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে বাড়ি ফিরেনি। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোক তল্লাশী করতে গিয়ে এমবি সজল তন্ময়-২ নামের জাহাজরে ডেক থেকে রিতুলের লাশ উদ্ধার করে।
ওসি বলেন, এ ঘটনায় রিতুলের চার সহপাঠী বন্ধুকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে, নদীতে গোসল করার সময় তারা জাহাজ থেকে লাফিয়ে নদীতে পড়ছিলো। এসময় তারা একে অপরকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে। কিন্তু একটা পর্যায়ে রিতুলের কোনো খোঁজ না পেয়ে তারা নিজেদের মতো করে বাসায় ফিরে আসে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ