Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের বিক্ষোভ

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৪:৫৫ পিএম

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার মিশন নিয়ে মিয়ানমার সরকারের ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল এখন রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছেন । শনিবার সকালে মিয়ানমারের এই প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দর হয়ে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।
এই প্রতিনিধি দলের সাথে রয়েছেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামসুদ্দোহা নয়ন ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার কামাল সহ জেলার শীর্ষ কর্মকর্তা।

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামসুদ্দোহা নয়ন জানান, মিয়ানমার প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন এবং তাদেরকে জানাবেন তারা মিয়ানমার ফিরে গেলে তাদের কি কি সুযোগ সুবিধা দেয়া হবে।

মিয়ানমার প্রতিনিধি দল ক্যাম্প পরিদর্শন শেষ রোহিঙ্গাদের একটি অংশের সাথে প্রতিনিধি দল আলোচনায় বসেন। পাশেই রোহিঙ্গাদের অপর একটি অংশ বিক্ষোভে অংশব নেয়।

তারা প্লেকার্ড হাতে নিয়ে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব সহ মিয়ানমারে ফিরতে চায় এবং তারা বাঙ্গালী নয় রোহিঙ্গা বলে শ্লোগান দেয়।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নানা অপকর্মে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।। তাই
যথাসম্ভব দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সরকার সে লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম এবং কূটনৈতিক মাধ্যমে মিয়ানমারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। তারই ধারাবাহিকতায় মিয়ানমার সরকারের এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। তারা কিভাবে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নিতে রাজি করা যায় সে বিষয়ে কথা বলছেন।

বাংলাদেশ আশা করছে মিয়ানমারের এই প্রতিনিধি দল রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরিয়ে নিতে রাজি করাতে পারবেন এবং মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব সহ তাদের মৌলিক দাবিগুলো মেনে নিয়ে তাদেরকে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করবেন।

উল্লেখ্য ২০১৭ সালের ২৪ আগস্টের পর মিয়ানমারের আরাকান রাজ্য সহ বিভিন্ন অঞ্চল থেকে মিয়ানমার সেনাবাহিনী ও সেখানকার মগ দস্যুদের সীমাহীন নির্যাতনের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা । এখন উখিয়া-টেকনাফের ৩৪ টি ক্যাম্পে অবস্থান করছে তারা। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মহলের সহযোগিতা তাদের মানবিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ