মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার আর কোনো তথাকথিত গো-রক্ষক বা সাধারণ রামভক্ত নয়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের এক মন্ত্রীও সেই দলে নাম লেখালেন। তার সহকর্মী এক মুসলিম বিধায়ককে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দিতে দেখা গেল তাকে। এমনকি ওই বিধায়ককে নাকি ধাক্কাও দেন মন্ত্রী। তাও আবার সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই। শেষ পর্যন্ত কংগ্রেসের ওই মুসলিম বিধায়কের পাল্টা চাপের মুখে পিছু হঠেন মন্ত্রী। ঘটনা আরও খারাপ দিকে মোড় নেওয়ার আগেই দুইজন দুই দিকে হাঁটা দেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, শুক্রবার বিধানসভা ভবনের বাইরের চত্বরে সাংবাদিক পরিবেষ্টিত হয়ে গলা জড়াজড়ি করেই দাঁড়িয়েছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী সি পি সিংহ ও কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি। খানিকটা মজা করেই আনসারিকে সিপি বলেন, ‘একবার জোরে জয় শ্রীরাম বলুন।’ আনসারি হাসতে হাসতেই তার হাতের লাল ধাগা দেখান। এ পর্যন্ত ঠিকই ছিল।
কিন্তু মন্ত্রী বলতে থাকেন, ‘আরে বাবর, তৈমুর লং, গজনি বা ঘোরি তো আর আপনার পূর্বপূরুষ নয়। আপনি রামেরই উত্তরসূরি।’ আনসারি উত্তর দেন, ‘রাম কা নাম বদনাম না মাৎ করিয়ে। রাম সবকে হ্যায়।’
এর পর তিনি মন্ত্রীর উদ্দেশে বলতে থাকেন, ‘মানুষ রোজগারি চায়। রাস্তা চায়, বিদ্যুৎ চায়। তারা চায় নালা পরিষ্কার হোক। যান, অযোধ্যায় যান। দেখে আসুন রাম সেখানে কীভাবে আছেন।’
আনন্দবাজারের প্রতিবেদন বলছে, আনসারি তখন উত্তেজিত। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝে মন্ত্রী উল্টো দিকে হাঁটা দেন। এর পর নিজের পথ ধরেন ইরফান আনসারি। তবে ততক্ষণে গোটা কাণ্ড সংবাদমাধ্যমের ক্যামেরায় বন্দি। পরে অবশ্য এই নিয়ে সি পি সিংহ বা ইরফান আনসারি কেউই মুখ খোলেননি।
কংগ্রেস সূত্র বলছে, আনসারি যথাযথ উত্তর বিজেপি নেতার মুখের ওপরেই দিয়ে দিয়েছেন। এ নিয়ে আর জল ঘোলা করার অর্থ হয় না। অন্যদিকে, বিজেপি নেতৃত্বও বিষয়টি নিয়ে জল ঘোলার পক্ষপাতী নয়। বিজেপি বলছে, ওরা বিধায়ক। প্রতিদিন পাশাপাশি বসেন, গল্প করেন, সরকারি কাজকর্ম করেন। সেই সম্পর্ক অটুট থাকুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।