Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ২:৫২ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় সুজন মণ্ডল (২৫) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চাকুয়া পুরাতন শীতলক্ষ্যা নদীর ঘাট এলাকার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সুজন উপজেলার সুতারচাপর গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার ত্রিমোহনী অটোস্ট্যান্ড থেকে এক নারী স্থানীয় বকুলতলা যাওয়ার কথা বলে তার অটোরিকশা রিজার্ভ করেন। এরপর থেকে সুজনের মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায় এবং আজ শনিবার স্থানীয় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার লুঙ্গি ও গামছা উদ্ধার করে পরিবারের সদস্যরা। এরই সূত্র ধরে স্থানীয় চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খানিক দূরে ত্রিমোহনী-বারইহাটি সড়কের পাশে চাকুয়া পুরাতন ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশ থেকে সুজনের লাশ উদ্ধার করা হয়।

পাগলা থানার ওসি শাহিনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা সুজনকে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ