Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ২:৫০ পিএম

কুয়াকাটায় হাকিম শরিফ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সাগর সৈকত থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত নাম হাকিম শরিফের বাড়ি কুয়াকাটা পৌর শহরের ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায়। তিনি কুয়াকাটা সাগর সৈকতে বসার চেয়ার ভাড়া দিতেন।
পুলিশ জানায়, কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন পূর্ব পাশে সী-বিচে একজনের লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি জহিরুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার কপাল ও পিছনে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পর আসল মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ