Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িগঙ্গায় নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:৫৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গার পানিতে গোসল করতে নেমে নিখোঁজ ইমন (১১) নামে এক স্কুলছাত্রের লাশ গতরাতে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। 

গতকাল শুক্রবার দুপুর ১২টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইমন। পরে রাত সাড়ে ৮টায় তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনার জানিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পরানসামারা গ্রামের জসিম উদ্দিন ও রূপা বেগমের ছেলে। সে তার বাবা মায়ের সঙ্গে ফতুল্লার পঞ্চবটি ধর্মগঞ্জ এলাকায় বসবাস করে স্থানীয় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

তিনি আরও জানান, ইমন নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। এরপর তার সমবয়সীরা খোঁজাখুজি করে না পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরে স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়। বিকেল থেকে ডুবুরিদল চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় নিখোঁজ হওয়ার স্থানের আশপাশ থেকে ইমনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ