Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিশিতার উদ্যোগে একশ’ মৌলিক গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০২ এএম


লুৎফর হাসান, নিশিতা বড়–য়া ও মার্সেল গড়ে তুলেছেন নিজেদের প্ল্যাটফর্ম ড্রপ বিট স্টুডিও। তাদের লক্ষ্য ১০০টি মৌলিক গান তৈরি ও প্রকাশ করা। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু করেছেন ‘সিঙ্গেল সিঙ্গেল’ নামের একটি গানের অডিও-ভিডিও প্রকাশের মাধ্যমে। গানটিতে কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান ও নিশিতা বড়–য়া। লিখেছেন লুৎফর আর সংগীত পরিচালনা করেছেন মার্সেল। এমন উদ্যোগ প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, এটা নিশিতার আইডিয়া। আমাদের পছন্দ হয়। এরপর কাজ শুরু করি। এরমধ্যে অনেকগুলো গান রেকর্ড করে ফেলেছি। তিনি জানান, সিঙ্গেল সিঙ্গেল গানটি ছাড়াও শিগগিরই আরও কয়েকটি গানের ভিডিও পরিকল্পনা করছেন তারা। প্রথম পর্যায়ের এই গানগুলো গাইবেন মিলন মাহমুদ, রাজিব, মুহিন, সালমা, কাজী শুভ, ঐশী ও ড্রপ বিট টিমের সদস্যরা। ঈদের পর শুরু করবেন দ্বিতীয় পর্যায়ের গানের কাজ। সেগুলোতে কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত হবেন আরও অনেকেই। নিশিতা বড়–য়া বলেন, এখন মৌলিক গান হচ্ছে না বললেই চলে। আবার যারা করতে চাইছে, তারা ¯পন্সর কিংবা প্ল্যাটফর্ম পাচ্ছে না। সেই ভাবনা থেকেই একসঙ্গে ১০০টি মৌলিক গান করার বিষয়টি আমাদের মাথায় এসেছে। আমরা খুব তাড়াতাড়ি একশ গান করে ফেলব বলেই বিশ্বাস, সবাইকে পাশে পাবো আশা রাখি। গান-ভিডিওগুলো প্রকাশ পাবে ড্রপ বিট স্টুডিওর ইউটিউব চ্যানেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ