Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিমের ভাবনায় শুধুই জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৬:১৯ পিএম

বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফর। দেশছাড়ার আগেই অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, চ্যালেঞ্জিং হবে সিরিজটা। নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজা, বিশ্বকাপের সুপার হিরো সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও লিটন দাসের অনুপস্থিতি নিয়েই আজ লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কলম্বোতে মাঠে নামছে টাইগাররা। ম্যাচের আগে নতুন দলপতি সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহুর্তে জয় ছাড়া অন্যকোন ভাবনা নেই দলের।
অধিনায়ক হিসেবে এই সিরিজে অভিষেক হচ্ছে তামিমের। তবে অধিনায়কত্বের অভিষেক নিয়ে ভাবছেন না তিনি, ‘অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে আমার, এটা নিয়ে ভাবছি না। আমার কাছে গুরুত্বপূর্ণ শুরুটা কিভাবে করি। অধিনায়কত্ব তখনই ভালো লাগে, যখন দল ভালো করে। যদি কাল (আজ) জিততে পারি তাহলে আমার কাছে অধিনায়ক হিসেবে এটা স্পেশাল। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক, এ নিয়ে মাথা ঘামাচ্ছি না।’
তামিমের সবটুকু চেষ্টা থাকবে নিজের দ্বায়িত্ব পালনের পাশাপাশি দলের ক্রিকেটারদের যতোপযুক্ত সাপোর্ট দেয়া, ‘ক্রিকেট বোর্ড আমাকে যে দ্বায়িত্ব দিয়েছে, সেটি পূরণ করার চেষ্টা করব। আমার পক্ষ থেকে ক্রিকেটারদের যতদূর সাপোর্ট দেয়া যায়, তা দেয়ার চেষ্টা করব।’
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ খেলেই অবসরে যাবেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। লঙ্কান ক্রীড়া মন্ত্রীর আদেশে বহিস্কার করা হয়েছে দেশটির কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেকেও। বিপক্ষ দলের এই দু’সংবাদ জানলেও তা নিয়ে ভাবছেন না তামিম, ‘কোচ থাকবে কি থাকবে না, সেটা মাঠের বাইরের হিসেব। মালিঙ্গার কথাই ধরুন, ওর কিন্তু মাথায় থাকবে না যে এটা তার শেষ ম্যাচ। ওরা পুরোপুরি চেষ্টা করবে আমাদের হারাতে। আমি মনে করি এতে কোন প্রভাব পড়বে না। আর যদি পড়ে সেটা আমাদের জন্য ইতিবাচক।’
দলের মূল লক্ষ্য সিরিজ জয়। প্রতিপক্ষের কে অবসরে যাচ্ছে বা যাচ্ছে না তা কোন চিন্তার বিষয় নয়। সিরিজ জয়ের দিকেই দৃষ্টি নিবন্ধ করতে চান তামিম, ‘সত্যি বলতে আমরা এসব নিয়ে তেন একটা ভাবছি না। আমরা সিরিজ জিততে এসেছি, তাতেই আমাদের ফোকাস থাকবে। তাদের কে অবসরে যা বা যাচ্ছেনা, এসব নিয়ে চিন্তিত নই।’
বিশ্বকাপের দু:সপ্ন মাথা থেকে ঝেড়ে ফেলতে এই সিরিজ জয়ের বিকল্প নেই। তাই ভালো খেললেই হবে না, প্রয়োজন সিরিজ জেতা। সেই সিরিজ জিততে গেলে প্রথম ম্যাচের জয় খুবই গুরুত্বপূর্ন। তাই তামিমদের লক্ষ্য থাকবে জয় দিয়ে একটি ভালো শুরু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ