Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাপ্তাই লেকে মিলল নিখোঁজ তরুণ-তরুণীর লাশ

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৩:১৫ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে নিখোঁজ তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের নিকটবর্তী বড়াদম স্মৃতি মন্দির ওরফে মোরঘোনা ছড়া এলাকার রাস্তার পাশে কাপ্তাই লেকের পানিতে তাদের ভাসমান লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন- শহরের রিজার্ভ বাজারস্থ ১নং পাথরঘাটা ছোটন দেওয়ানজীর ছেলে হিমেল দেওয়ানজী (১৮)। তিনি ঢাকা ক্যামব্রিয়ান কলেজে এইচএসসিতে পড়াশোনা করতেন ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া নটুয়ার টিলার শহীদ তালুকদারের মেয়ে তাহফিমা খানম তিন্নি (১৮)। সে শহরের রাঙ্গামাটি লেকার্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, গত ২৩ জুলাই ওই দুই তরুণ-তরুণী শহরের রিজার্ভ বাজার থেকে বের হয়ে নিখোঁজ হয়। তরুণ-তরুণীর ফেসবুক আইডি এবং স্থানীয় বন্ধুবান্ধব থেকে আরও জানা গেছে, দুজনেই প্রেমিক-প্রেমিকা ছিল। দুজনেই কলেজে পড়াশোনা করত।

কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনী জানান, পুলিশ তরুণ-তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ