Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটারশূন্য ভোটকেন্দ্র!

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০৩ পিএম

শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। প্রথম দিকে স্বল্প সংখ্যক ভোটার কেন্দ্রে এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতির সংখ্যা আরও কমতে থাকে।

সকাল সাড়ে ১০টার দিকে উরশিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে সবকটি বুথ ফাঁকা দেখা গেছে। ফাঁকা কেন্দ্রে অলস সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


উরশিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সত্যেন্দ্র চন্দ্র চৌধুরী জানান, কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ১৪ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে তিনশ ভোট পড়েছে। ভোটাররা ফাঁকে ফাঁকে এসে ভোট দিচ্ছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ