Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে ফের আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

সাদাত উল্লাহ, বান্দরবান থেকে : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

 বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম আলমগীর সিকদার (৩৮)। সে লামা উপজেলার সড়ই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে লামার সরই ইউনিয়নের হাসনাপাড়া এলাকার বাগানে যাওয়ার সময় ১২ থেকে ১৫জন শসস্ত্র সন্ত্রাসী তাকে মোটর সাইকেল নিয়ে ঘেরাও করে। পরে মোটর সাইকেলের ওপর তাকে ধরে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা সন্ত্রাসীদের বাজাজ এপাসি মডেলের সাদা মোটর সাইকেল নাম্বার চট্টমেট্রো-হ ১৪-৮১৪১ সহ ২টি মোটর সাইকেল আটক করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থলে হত্যাকাÐে ব্যবহার করা কয়েকটি দা পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা অতর্কিত এসে তাকে হত্যা করে চলে যায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে পড়েছিল।
আলমগীর সিকদার লামার সরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলীর সন্তান। সন্ত্রাসীদের হাতে জনপ্রিয় এ জনপ্রতিনিধির সন্তান খুন হওয়ার ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, কারা এ হত্যাকাÐ ঘটিয়েছে আমরা জানতে পারিনি, লাশ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
প্রসঙ্গত, গত সোমবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মার্মাকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ