Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গের শুভেন্দু মাইতির সঙ্গীতানুষ্ঠান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

২৭ জুলাই ছায়ানট মিলনায়তনে বিকাল চারটায় কৃষ্টির প্রথম আয়োজন বাংলা গানের পর¤পরায় গান গল্পে আসবেন পশ্চিমবঙ্গে গণসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। শুভেন্দু মাইতি জন্মেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের নন্দীগ্রামে। মানুষ এবং সঙ্গীতকে ভালোবেসে তিনি গণসঙ্গীতের প্রেমে পড়েন। জড়িয়ে পড়েন রাজনীতিতেও। ষাটের দশকে তিনি কলকাতায় আসেন উচ্চতর শিক্ষা নিতে। সে সময় কবি হিসেবে প্রিয় হয়ে ওঠেন কবিতাপ্রেমীদের। আর রাজনৈতিক কারণে তাকে গণসঙ্গীত নিয়ে ছুটে বেড়াতে হয় পুরো রাজ্যে। হাজার হাজার শ্রোতা সেই গানে হন অনুপ্রাণিত। নব্বই দশকের শুরুতে দলের সঙ্গে মতবিরোধের কারণে রাজনীতি থেকে দূরে সরে আসেন। মনোযোগ দেন নতুন বাংলা গানে। সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা প্রমুখ শিল্পীকে হাত ধরে নিয়ে আসেন শ্রোতাদের সামনে। তার ব্রত হয়ে যায় তরুণ সঙ্গীতশিল্পীদের দীক্ষা দেওয়ায়। এখনও সেই লক্ষ্যে চলমান তিনি। লালন একাডেমীকে নিয়ে গড়ে তুলেছেন বাংলা গানের আর্কাইভ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীতানুষ্ঠান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ