Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান তোমাকেই চাই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। গত রোজার ঈদেও তার অনুষ্ঠান প্রচার হয়েছে। এ ধারাবাহিকতায় এবারের ঈদে প্রচার হবে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান। তার এবারের অনুষ্ঠানের নাম ‘তোমাকেই চাই’। ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে । এবারের অনুষ্ঠানে রয়েছে তার গাওয়া ১১টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। গানগুলোর মধ্যে রয়েছে বাঁচতে পারবো না, তোমাকেই চাই, খুব বেশি ভালোবাসি, এ বুকে শুধু তুমি, কেন দূরে থাকো, খুব সহজে, ভাবি আমি যতবার, সুখের রঙ, তুমি আমার, ভেবেছিলে তুমি এবং চাঁদ রূপসী শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ