মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সঙ্গীতানুষ্ঠান দেখতে এসে রেলিং ভেঙে প্রায় ৩০ জন দর্শক আহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার রাত ১০টার দিকে পশ্চিম নিউ জার্সির ক্যামডেনের বিবিএন্ডটি প্যাভিলিয়নে স্নুপ ডগ ও উইজ খলিফার সঙ্গীতানুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত তেমন গুরুতর নয়। রেলিং ভেঙে নিচে পড়ে গিয়ে তারা আহত হন। ফিলাডেলফিয়া ইনকুরিয়ার জানিয়েছে, রেলিংটি প্যাভিলিয়নের লনকে ভিতরের আসনগুলো থেকে আলাদ করে রেখেছিল, সঙ্গীতানুষ্ঠান দেখতে আসা লোকজন রেলিংটির ওপর ভর দিয়ে অনুষ্ঠান উপভোগের সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে প্রায় ৫০ জন দর্শক ১০ ফুট নিচে পড়ে যান বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।