Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অসলোতে সঙ্গীতানুষ্ঠান চলাকালে সিলিং ধসে আহত ১৫

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নরওয়ের রাজধানী অসলোর একটি মিলনায়তনে সঙ্গীতানুষ্ঠান চলার সময় ছাদের সিলিংয়ের একটি অংশ ধসে ১৫ জন আহত হয়েছেন। অসলো পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের কারো আঘাত গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, অসলোর সেনত্রাম সেনম মিলনায়তনে মার্কিন হাউস মিউজিক ডিজে স্টিভ আওকির ওই অনুষ্ঠানটিতে প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দমকল কর্মীদের বরাতে মিরর জানিয়েছে, সিলিংয়ের এক বর্গমিটার অংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসে পড়া অংশ মঞ্চের উপর পড়েছে। এ সময় আওকি সঙ্গীত পরিবেশনরত ছিলেন বলে জানিয়েছে বিবিসি। দুর্ঘটনার পর মিলনায়তনটি খালি করে বন্ধ করে দেয় পুলিশ, দমকলকর্মীরা মিলায়তনের নিরাপত্তা নিশ্চিত করেছেন। নরওয়ের বার্তা সংস্থা এনটিবি-কে এক ছাত্র বলেন, পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এ ঘটনায় ‘মর্মাহত ও বিমূঢ়’ হয়েছেন বলে জানিয়েছেন আওকি। ডেইলি মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অসলোতে সঙ্গীতানুষ্ঠান চলাকালে সিলিং ধসে আহত ১৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ