Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরাকান আর্মির রকেট হামলায় ৩ সেনা নিহত

মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজ আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

রাখাইনের দক্ষিণাঞ্চলীয় কিয়াউকফাইয়ু শহরে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির রকেট হামলায় এক সেনা ক্যাপ্টেনসহ তিন জন নিহত হয়েছেন। গত শুক্রবার মাইবন নদীতে এই হামলার ঘটনা ঘটে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে। সোমবার কিয়াউকফাইয়ু জেনারেল হাসপাতালের এক কর্মী ময়না তদন্তের জন্য তিন মরদেহ পৌঁছানোর কথা স্বীকার করেছেন। নিহতদের একজন লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৪৩ এর একজন ক্যাপ্টেন। অপর দুজন দানিয়াবতী নৌঘাঁটির দুই কর্মী। কয়েকজন স্থানীয় জানিয়েছেন, নিহত ক্যাপ্টেনের নাম হলো সোয়ে হতেত অং। আরাকান আর্মির পক্ষ থেকে মিয়ানমার নৌবাহিনীর দুটি জাহাজে রকেট হামলার কথা স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ আনন অঞ্চলে বৃদ্ধি পেয়েছে। নৌবাহিনীর জাহাজে করে সেনাবাহিনী আসছে এই অঞ্চলে। আরাকান আর্মির দাবি অনুযায়ী, রকেট হামলায় প্রায় ১০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ২০ জন। তবে ইরাবতীর পক্ষ থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্যের জন্য ইরাবতীর পক্ষ থেকে ফোন করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। ইরাবতী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ