Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজ্ঞাপন ও নাটকে প্রশংসিত আফ্রি সেলিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম


কিছুদিন আগে সাকিব ফাহাদের নির্দেশনায় এয়ারটেল’র বিজ্ঞাপনে একজন শিক্ষিকার চরিত্রে মডেল হিসেবে কাজ করে দারুণ সাড়া ফেলেন আফ্রি সেলিনা। তবে এর আগে তিনি অলক হাসানের নির্দেশনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’Ñএ অভিনয় করে বেশ আলোচনায় আসেন। ইতোমধ্যে আগামী ঈদে প্রচারের জন্য অলক হাসানের দুটি নাটকে অভিনয় করেছেন। একটি ‘রিমোট কন্ট্রোল’ এবং অন্যটি ‘দ্য মিসটেক’। এরইমধ্যে দুটি নাটকেরই কাজ শেষ হয়েছে। দুটি নাটকে অভিনয় প্রসঙ্গে আফ্রি সেলিনা বলেন, ‘এর আগে অলক হাসানের চিরকুট চলচ্চিত্রে কাজ করে আমি অনেক সাড়া পেয়েছিলাম। তার গল্প নির্বাচন এবং নির্মাণশৈলী আমার কাছে দারুণ ভালো লাগে। এবারের ঈদ উপলক্ষ্যে দুটি নাটকে কাজ করেছি। দুটি নাটকের গল্প, গল্প বলার ধরন এবং নির্মাণশৈলী আমার কাছে ভালো লেগেছে। আমি খুব আশাবাদী দুটি কাজ নিয়েই।’ এদিকে চলতি মাসের একেবারে শেষের দিকে আফ্রি সেলিনা একটি নতুন এজেন্সির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এটি তার জন্য অনেক বড় একটি প্রজেক্ট হবে বলেও জানান। এরইমধ্যে আফ্রি মুসাফির রনির নির্দেশনায় ‘সর্ট টাইম লাভার’ নাটকের কাজও শেষ করেছেন। গত ঈদে ইভান মনোয়ারের নির্দেশনায় ‘পদ্মাবতী’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। আফ্রি সেলিনা অভিনীত সিনেমাগুলো হচ্ছে ইন্দ্রনীল সেন গুপ্তের ‘অন্যপথ’, অনন্য মামুনের ‘রোমান্স’ ও ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’। আফ্রি সেলিনার জন্ম দিল্লীতে হলেও মাত্র পাঁচ বছর বয়সে তিনি বাংলাদেশে চলে আসেন। অভিনয়ের দুনিয়ার একজন অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই আফ্রি সেলিনার স্বপ্ন। এদিকে গত ১২ জুলাই আফ্রি সেলিনা ব্যবসায়ী হৃদয় খানের সঙ্গে তার বাগদান সম্পন্ন করেছেন। দুই পরিবারের সম্মতিতেই আফ্রি সেলিনা ও হৃদয় খানের বাগদান সম্পন্ন হয়। আগামী বছরের মাঝামাঝিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজ্ঞাপন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ