Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে দূরপাল্লার সাঁতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ১৬তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা আজ রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই লেকে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী সুইমিং পুলে এ উপলক্ষে উন্মুক্ত বাছাই প্রতিযোগিতায় ১৪ জন সাঁতারু নির্বাচন করা হয়েছে। তার মধ্যে ৮ জন পুরুষ ও ৬ জন মহিলা রয়েছে। প্রতিযোগিতা সকাল ১০টায় কাপ্তাই বরাদম বাজার থেকে শুরু হয়ে বানৌজা শহীদ মোয়াজ্জেম বোটপুলে এসে শেষ হবে। বিকেল ৪টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ