Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেশবপুরে সাতবাড়িয়া বাজারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা গতকাল ছিলেন অনুপস্থিত

জনসাধারণ সেবা পেতে হয়রানির শিকার

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৯, ৫:৫২ পিএম

কেশবপুরে সাতবাড়িয়া বাজারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা গতকাল অনুপস্থিত থাকার ফলে জনসাধারণ সেবা পেতে হয়রানির শিকার হয়েছে। কেশবপুর উপজেলার শহর থেকে ৭ কিলোমিটার দূরে সাতবাড়িয়া বাজারটি অবস্থিত। এই বাজারটিতে ইউনিয়ন পরিষদসহ সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৩টি। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতবাড়িয়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে দেখা গেছে জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার পরিষদে নেই। তবে বিশেষ প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করে পরিষদে ডাকা হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিবের পদটি সরকারি। সচিব প্রভাত কুমার সিংহ ব্যাক্তিগত প্রয়োজনে ১ সপ্তাহ ছুটিতে। বাজারের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান ৪ দিনের জন্য ছুটিতে। সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও সাতবাড়িয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ অফিসিয়াল কাজে যশোরে গেছেন। স্বাস্থ্যকেন্দ্রের দ্বায়ীত্বে থাকা ডাঃ নজরুল ইসলামকে দুপুর ১২ টায় অফিসে পাওয়া যায়নি। খোজ নিয়ে জানা গেছে তিনি সরকারি কাজে ফিল্ড করছেন। এদিকে সাতবাড়িয়া তহসিল অফিসের নায়েব নজরুল ইসলামকে দুপুর ১ টার সময় তহসিল অফিসে পাওয়া যায়নি। এসময় আলাপ হলো কয়েকজন সেবা নিতে আসা আগন্তুক ব্যাক্তিদের সঙ্গে। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় সময় অফিসে এসে নায়েব সাহেবকে পাওয়া যায় না। উনি সরকারি কাজে অধিকাংশ সময় ফিল্ডে ব্যাস্ত থাকায় আমরা খাজনা পরিশোধ করতে হয়রানির শিকার হচ্ছি। তবে জনগণের সেবার সার্থে প্রতিষ্ঠান প্রধানদের সবসময় অফিসে থাকা খুব প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুপস্থিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ