Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটি ছাড়াই শিক্ষিকা অনুপস্থিত থাকায় পাঠদান ব্যাহত

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার ৭৪ নং ক্রোকিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১২ সাল থেকে সহকারী শিক্ষিকা সারমিন আক্তার কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় মারাত্মকভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর এ বিষয় নিয়ে স্কুলের অন্যান্য শিক্ষক ও স্কুলের ম্যানেজিং কমিটি উপর মহলে কয়েক দফা লিখিত অভিযোগ দাখিল করলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কোমলমতি শিশুদের পাঠদান ত্বরান্বিত করতে অভিযুক্ত শিক্ষকের পরিবর্তে নতুন শিক্ষকের পোস্টিংও দেয়া হচ্ছে না। এনিয়ে স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিন গিয়ে জানা গেছে, সহকারী শিক্ষিকা পদে সারমিন আক্তার ২০১২ সালের ২৮ মার্চ ৭৪নং ক্রোকিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। কিন্তু যোগদানের কয়েক মাস পরে ২৮ আগস্ট তারিখে তিনি ছুটিতে যান আর সে বছরের ৩ সেপ্টেম্বর থেকে কোন প্রকার ছুটি বা কর্তৃপক্ষকে অবগত না করেই বছরের পর বছর অনুপস্থিত থাকে। এতে স্কুলের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এ.বি.এম হাবিবুর রহমান ও সদস্য ফরিদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন তার অনুপস্থিতির বিষয় আমরা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু রহস্যজনক কারণে তারা এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি। ফলে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়শা হক বলেন, স্কুলে যখন ২ জন শিক্ষক ছিল তার মধ্যে সহকারী শিক্ষিকা সারমিন ছিল অনুপস্থিত। সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে রীতিমত হিমশিম খেতে হয়েছে। স্কুলের শিক্ষার্থী তাইমুন, ছাদিয়া, টুলি, মারিয়া, বিথি, মাহফুজ, তুহিন, নয়ন, শাহিনসহ ২০/২৫ জন ছাত্রছাত্রী জানায়, সারমিন নামের কোন শিক্ষিকাকে তারা কোনদিন শ্রেণী কক্ষে দেখেনি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুটি ছাড়াই শিক্ষিকা অনুপস্থিত থাকায় পাঠদান ব্যাহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ