মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের সংসদের উচ্চকক্ষের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো আবের দল এলডিপি ও তার জোট। কিন্তু রোববার এই নির্বাচনে এলডিপি জোট দুই-তৃতীয়াংশ আসন লাভে ব্যর্থ হওয়ায় এ সরকারের আমলে আর সংবিধান পরিবর্তন করতে পারবে না। জাপানের সংবিধান পরিবর্তন করতে চাইলে কোন দল বা জোটের দুই-তৃতীয়াংশ আসন পাওয়া জরুরি। খবর বার্তা সংস্থা কিয়ডোর।
নির্বাচনে এক কোটি ১৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী সপ্তাহে সরকারিভাবে ভোটের ফল ঘোষণা করা হবে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৫ বার জাতীয় নির্বাচনে জয়ী হলো এলডিপি । তবে আগামী ২০২১ সালের জাতীয় নির্বাচনে অংশ নেবেন না বলেই আগেই ঘোষণা দিয়েছেন শিনজো আবে। প্রধানমন্ত্রী শিনজো আবে সংবিধান পরিবর্তনের পক্ষে জন সমর্থন চেয়েছেন। অন্য কোনো দল তার জোটকে সমর্থন দিলেই কেবল তা সম্ভব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।