মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে গরুচুরি করে বিক্রির চেষ্টা করছে সন্দেহে মুসলিম হত্যা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত শুক্রবার বিহার প্রদেশে গরুচোর সন্দেহে তিনজন মুসলিমকে ফের পিটিয়ে হত্যা করেছে হিন্দু গ্রামবাসীরা। প্রদেশটির সারান জেলার বানিয়াপুর নামক গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা গরু চুরি করার চেষ্টা করছিল। মর্মান্তিক এই হত্যাকান্ডের পর নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে ওই ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার সকালে গাড়িতে গরু তোলার সময় ওই তিনজনকে আটক করার পর পিটিয়ে হত্যা করে গ্রামের কিছু মানুষ।
বিবিসি বলছে, ভারতের গরু নিয়ে সহিংসতার ঘটনা এটাই নতুন নয়। এর আগেও অনেককে এভাবে হত্যা করা হয়েছে। বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী এবং সমাজের নিম্নশ্রেণির মানুষ এই সহিংসতার শিকার। ভারতের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র মনে করে এবং গো-হত্যা তাদের ধর্মমতে নিষিদ্ধ।
পুলিশ বলছে, মারধরের পর গুরুতর আহত তিনজনকে কাছাকাছি ছাপরা এলাকার একটি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজনের বাড়িও কাছাকাছি একটি গ্রামে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর উগ্রপন্থী হিন্দু গো-রক্ষকরা কয়েক ডজন লোককে পিটিয়ে হত্যা এবং শত শত লোককে আহত করেছে।
ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, এ ধরনের সহিংসতা রোধে তারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। এসব হত্যাকান্ডে এ পর্যন্ত খুব কম লোকই দন্ডিত হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০১৫ থেকে ২০১৮ সালে ভারতে গরু বিষয়ক সহিংসতায় অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে। যেসব রাজ্যে এসব ঘটনা বেশি ঘটেছে তার মধ্যে বিহার একটি।
ভারতে থেকে যাওয়ার মূল্য দিচ্ছে মুসলিমরা : আজম খান
এদিকে মুসলিমরা ১৯৪৭ সালের পর ভারতে থেকে যাওয়ার মূল্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের সমাজবাদী পার্টি নেতা ও রামপুর এলাকার এমপি আজম খান। বিহার রাজ্যের সরনে ৩ জনকে গরুচোর সন্দেহে পিটিয়ে মারার পরিপ্রেক্ষিতে গতকাল তিনি একথা বলেছেন। আজম খান বলেছেন, মুসলিমদের এখন অনেক কিছুই সহ্য করতে হবে। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান চলে গেল না কেন বুঝতে পারছি না। সর্দার প্যাটেল, গান্ধী নেহরুর মতো মানুষ মুসলিমদের আশ্বাস দিয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।