Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী নায়ক হাসপাতালে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৭:২৯ পিএম

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী দলের কোচ কার্লোস বিলার্দো হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮১ বছর বয়সীর অবস্থা শঙ্কটাপন্ন। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।
বুয়েন্স আয়ার্সের আর্জেন্টাইন ইনস্টিটিউট অব ডায়াগনোসিনে ৪ জুলাই তাকে ভর্তি করা হয়। তিনি হাকিম-অ্যাডামস সিন্ড্রোমে ভুগছেন। ষাটোর্ধো বয়সীরা সাধারণত এই রোগ আক্রন্ত হন। একই রোগে আক্রন্ত হয়ে গত বছর দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিলার্দো। এক মাসেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সেখানে অস্ত্রোপচার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।
১৯৮২ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়ীত্বে আসেন বিলার্দো। তার অধীনেই ডিয়াগো ম্যারাডোনার জাদুকরী নৈপুণ্যে ছিয়াশি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে লা আলবাসিলেস্তেরা। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে ইতালির কাছে ১-০ গোলে হারের পর সেচ্ছ্বায় পদত্যাগ করেন বিলার্দো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ