Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁ’র ইকরতাড়া বাঁধে ফাটল

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৬:৪৪ পিএম

নওগাঁ শহরের মধ্যদিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর তিলকপুর ইউনিয়নের ইকরতাড়া বাঁধে মারাত্নক ফাটল দেখা দিয়েছে। গত বছর ওই স্থানে ভেংগে গিয়ে নদীর পূর্বাঞ্চল শহরের পারনওগাঁ, বোয়ালিয়া ইউনিয়ন, চন্ডিপুর ইউনিয়নসহ বগুডার আদমদীঘি ও রাণীনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ব্যাপক ভাবে ক্ষতি হয় হাজার হাজার হেক্টর জমির ফসল, গাছ-পালা ও বাড়ী-ঘর। বন্যার পানি সরে গেলে পানি উন্নয়ন বোর্ড ভাংগা বাঁধটি মাটি কেটে মেরামত করে। বর্তমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও উজান থেকে নেমে আসা ঢলে ছোট যমুনা এখন টৈটম্বুর। পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এমতাবস্থায় ইকরতারার ওই বাঁধে মারাতœক ফাটল দেখা দেয়। প্রায় দেড়শ’ ফিট স্থানজুড়ে ফেটে গিয়ে স্থানটি বর্তমানে হুমকির মুখে রয়েছে। যে কোন সময় ভেংগে গিয়ে গতবছরের মতো ক্ষতি সাধিত হবে। বাঁধ সংলগ্ন বাসিন্দারা বাড়ী-ঘরের মালামাল গুছিয়ে নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে। শনিবার সরজমিনে ইকরতাড়া গ্রামে গেলে এ অবস্থা পরিলক্ষিত হয়। ওই গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন তিলকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ করিম কয়েকদিন আগে স্থানটি পরিদর্শন করে গেলেও এখন পর্যন্ত কেউ মেরামতের জন্য আসেনি। এ বিষয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান সরেজমিনে বাঁধটি পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা করা হবে। পানি সরে গেলে ওই স্থানটিতে সিসি বøক বসিয়ে ঝুঁকিমুক্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাটল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ