গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর দারুস সালাম থানা বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর উত্তর বিএনপির এক জরুরী সভায় দারুস সালাম থানা বিএনপির সভাপতি হাজী আব্দুর রহমানকে তাঁর শারীরিক অসুস্থতার কারণে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে না পারার জন্য সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে দারুস সালাম থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।