মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বন্যাবিধ্বস্ত নেপালের অবস্থার গত কয়েক দিন ধরে ক্রমশ অবনতি হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। রোববার শেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩। ২৪ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন।
সূত্রের খবর অনুযায়ী, গত শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। এক নাগাড়ে ভারী বর্ষণের কারণে নেপালের বহু এলাকা এখন প্লাবিত। সেইসঙ্গে চলছে ব্যাপক ভূমিধস। বিপদসীমার উপর দিয়ে পানি বইছে নদীগুলিতে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে খবর পাওয়া গিয়েছে। ভূমিধসে ফলে ভেঙে পড়েছে বাড়িঘর। প্রশাসনের তরফ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বানভাসীদের। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।