Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের ভয়ে বাড়ি ছাড়লেন সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৯, ৫:১৫ পিএম

কিছু দিন আগেই জানা গিয়েছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হয়েছে। সেই মামলায় অভিনেত্রী এখন বাড়ি ছাড়া। কারণ দফায় দফায় সোনাক্ষীর বাড়িতে হানা দিচ্ছে মুম্বাই পুলিশ। এইতো গত দুই দিন আগেই অভিনেত্রীর বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ। পুলিশের দাবি সোনাক্ষী আগেই কোনো ভাবে খবর পেয়েছিলেন তার বাড়িতে যাবার বিষয়ে। আর সে কারণেই তিনি বাড়ি থেকে সরে পড়েছেন।

তবে বিষয়টি নিয়ে সোনাক্ষীর তরফ থেকে জানানো হয়েছে এটা একদমই মিথ্যা। সোনাক্ষীর বাসায় কোনো পুলিশ যায়নি। এই পুরো বিষয়টিই অভিনেত্রীর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সম্মান নষ্ট করার জন্যই এই সব গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন সোনাক্ষী।

জানা যায়, গত বছর এক ইভেন্ট আয়োজক মোরাদাবাদ পুলিশ স্টেশনে সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ২৪ লক্ষ টাকা নেওয়ার পরও শেষ মুহুর্তে দিল্লির ওই অনুষ্ঠানটিতে সোনাক্ষী হাজির হননি।

এদিকে সোনাক্ষী সিনহা অভিনীত ‘মিশন মঙ্গল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৫ আগস্ট। ‘মিশন মঙ্গল’-এ সোনাক্ষীর বিপরীতে অভিনয় করছেন অক্ষয় কুমার। এছাড়া এ অভিনেত্রী এখন ব্যস্ত আছেন ‘দাবাং থ্রী’র কাজে। সিনেমাটিতে সোনাক্ষীর বিপরীতে অভিনয় করছেন সালমান খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ