মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক রেস্টুরেন্ট চেইন ‘সারাভানা ভবন’ এর কর্ণধার তার যাবজ্জীবন কারাদন্ডের আদেশের বিরুদ্ধে শেষ দফা আবেদন করেও ব্যর্থ হয়েছেন। ‘দোসা কিং’ নামে পরিচিত ৭১ বছর বয়সী পি রাজাগোপালের বিরুদ্ধে অভিযোগ, নিজের এক কর্মীকে হত্যা করার আদেশ দিয়েছিলেন, কারণ তিনি সেই কর্মীর স্ত্রী’কে বিয়ে করতে চেয়েছিলেন। ২০০৯ সালে রাজাগোপালকে যাবজ্জীবন কারান্ডের শাস্তি দেয়ার পর থেকে তিনি এই সাজা কমানোর চেষ্টা করে আসছেন। মঙ্গলবার সবশেষ আবেদনে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে আবেদন করলে সেটিও নাকচ হয়ে যায়।
বিশ্বব্যাপী সারাভানা ভবন’এর ৮০টি শাখা এবং কয়েক হাজার কর্মী রয়েছে। রাজাগোপালের রেস্টুরেন্টের একটি দক্ষিণ ভারতীয় খাবারের নামানুসারে তাকে ‘দোসা কিং’ বা দোসা’র রাজা বলে ডাকা হতো। নিউ ইয়র্ক, সিডনি, লন্ডনের মত শহরে তার খাবারের দোকানের শাখা রয়েছে।
একজন জ্যোতিষীর উপদেশ অনুযায়ী নিজের একজন কর্মচারীর স্ত্রীকে বিয়ে করার জন্য উদ্যত হন রেস্টুরেন্ট মালিক রাজাগোপাল। স্থানীয় এক সাংবাদিক সুরেশ কুমার সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘ওই নারীর জন্য তিনি পাগল ছিলেন।’ ২০০৩ সালে ওই নারীকে প্রলোভন দেখানো এবং ওই নারীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ ওঠায় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন রাজাগোপাল। সেসময় ওই নারীর ভাইকে নির্যাতনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ২০০১ সালে ওই নারীর স্বামীকে খুঁজে পাওয়া না গেলে রাজাগোপালের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন ওই নারী। পরে একটি জঙ্গলে ওই নারীর স্বামীর মরদেহ পাওয়া যায় এবং পুলিশ নিশ্চিত করে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
২০০৪ সালে একটি স্থানীয় আদালত রাজাগোপালকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদন্ড দেয়। পরে চেন্নাইয়ের হাইকোর্ট ২০০৯ সালে তার শাস্তি বাড়িয়ে যাবজ্জীবন কারাদন্ড দেন। এ বছরের মার্চে সুপ্রিম কোর্ট রাজাগোপালের দন্ডাদেশ বহাল রাখেন। মঙ্গলবার অসুস্থতার অজুহাত দেখিয়ে করা রাজাগোপালের শেষ আবেদন বাতিল হলে তিনি চেন্নাইয়ের আাদালতে নিজেকে সমর্পণ করেন। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।