Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বুড়িগঙ্গা উচ্ছেদ অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটসহ আহত ৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ৫:১৫ পিএম

বুড়িগঙ্গা নদীর উত্তর অংশের শ্মশানঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন আহত হয়েছেন। এসময় তিন হামলাকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল নয়টা থেকে উচ্ছেদ অভিযানের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীর জায়গা উদ্ধারে কার্যক্রম শুরু করে বিআইডাব্লিউটিএ। অভিযান চলাকালীন সময় বেলা এগারোটার দিকে শ্মশানঘাটের ইজারাদার ইব্রাহিম আহমেদ রিপনের নেতৃত্বে একদল শ্রমিক উচ্ছেদকারী কর্মকর্তাদের উপর হামলা করে।
বিআইডাব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন হামলার ব্যাপারে বলেন, আমরা উচ্ছেদের আগেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তাদেরকে নোটিশ দিয়েছিলাম। কিন্তু তারা এই বিষয়টি আমলে নেয়নি। আজ আমরা যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করতে আসি, তখন শতাধিক শ্রমিকের একটি দল আমাদের বাধা দিতে তেড়ে আসে। একপর্যায়ে ইজারাদার ইব্রাহিম তার দলবল নিয়ে আমাদের উপর হামলা করে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানসহ পাঁচজন আহত হয়।
তিনি বলেন, হামলায় উচ্ছেদ অভিযান ব্যাহত হলেও ঘন্টাখানেক পর থেকে আমরা ফের উচ্ছেদ অভিযান শুরু করেছি। কোনো হামলা, ভয়ভীতি, পেশীশক্তি কিংবা টাকার জন্য উচ্ছেদ অভিযান থামানো হবে না। যেকোনো মূল্যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে বুড়িগঙ্গার প্রাণ ফিরিয়ে আনা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ অভিযান

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১
১১ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ