বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : অবৈধ বসতি উচ্ছেদ করে গতকাল (রোববার) চা বোর্ডের বিশাল সম্পত্তি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান চলাকালে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারি কমিশনার মো.জাহাঙ্গীর আলম বলেন, চা বোর্ডের প্রায় ১শ’ কাঠারও বেশি জায়গায় কয়েক’শ অস্থায়ী টিনের ঘর তুলে সেগুলো দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। আদালতের নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসন সেগুলো উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। আমিন জুট মিলের অস্থায়ী শ্রমিক এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী লোকজন দীর্ঘদিন ধরে সেখানে দখল করে রেখেছিল বলে পুলিশ জানিয়েছে। উচ্ছেদ কার্যক্রমে বাধা আসার আশঙ্কায় ১২০ জন ফোর্স মোতায়েন করা হয়। র্যাবও প্রায় সমপরিমাণ ছিল। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চা বোর্ডের জমি উদ্ধারে গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়-চট্টগ্রাম ব্যুরো
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।