নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপ শেষ করে ক্রিকেটাররা দেশে ফিরেছেন। তবে খুব বেশি দিন ছুটি কাটানোর সুযোগ নেই। চলতি মাসের শেষ দিকেই হতে যাওয়া শ্রীলঙ্কা সফরের সূচি চড়ান্ত হয়ে গেছে। এবার লঙ্কা সফরের কেবল তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দুই বোর্ডের সম্মতির পর সূচি চূড়ান্তের কথা জানায়। কলম্বোয় চার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে সফর চূড়ান্ত করতে সময় নিচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার দেওয়া নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে তাতে ইতিবাচক সায় দেয় বিসিবি। শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৮ জুলাই, ৩১ জুলাই হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির, খেলা হবে কলম্বোতে। সিরিজ শেষে ১ অগাস্ট দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।
শ্রীলংকায় গত ২১ এপ্রিল ইস্টার সানডে উদযাপনের দিন ভয়াবহ বোমা হামলার কারণে এই সফর চূড়ান্ত হওয়ার বিষয়টি গত মে মাস থেকে ঝুলে ছিল। সিদ্ধান্ত নেওয়ার আগে ওখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের প্রয়োজন আছে বলে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল। এর আগে গত মার্চ মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউ জিল্যান্ড সফরের সময় ক্রাইস্টচার্চের মসজিদে গোলাগুলিতে অনেক হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সিরিজের শেষ টেস্ট বাতিল করা হয়েছিল। বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনূস বলেন, ‘শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের পর্যবেক্ষণ শেষ হয়েছে এবং আমরা সবগুলো ম্যাচ কলম্বোয় খেলতে চাই।’
এবার বিশ্বকাপে অনেক স্বপ্ন নিয়ে গিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনাল তো দূরের কথা ভারত, পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে হেরে ১০ দলের মধ্যে অষ্টম হয়েছে মাশরাফির দল। বিশ্বকাপের ঠিক পরে হওয়ায় শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলেও থাকতে পারে চমক। এখনো অবসরের ঘোষণা না দেওয়া নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থাকবেন কিনা তা নিয়ে আছে জল্পনা। দুর্দান্ত বিশ্বকাপ কাটানো সাকিব আল হাসান এই সিরিজে বিশ্রাম নিতে পারেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া চলতি মাসের শেষ দিকে বিয়ের পিড়িতে বসতে যাওয়া ব্যাটসম্যান লিটন দাসও এই সময় ছুটিতে থাকবেন বলে জানা গেছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৬ জুলাই ১ম ওয়ানডে কলম্বো দি/রা
২৮ জুলাই ২য় ওয়ানডে কলম্বো দি/রা
৩১ জুলাই ৩য় ওয়ানডে কলম্বো দি/রা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।