Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের আল্টিমেটাম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৯:১৮ পিএম

ঘরোয়া মৌসুম এগিয়ে আনার প্রতিবাদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা ও আভ্যন্তরিণ অডিট বিষয়ে ফের সরব হয়েছে বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (বিএফসিএ)। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সভায় বাফুফে’কে আল্টিমেটাম দিয়েছে তারা। তাদের দাবী আগামী ১৫ দিনের মধ্যে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করতে হবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাকে। এই সময়ের মধ্যে বাফুফে বার্ষিক সাধারণ সভা করতে না পারলে বিএফসিএ তলবি সভা ডেকে বিকল্প ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে। পাশাপাশি বাফুফে ঘরোয়া মৌসুম এগিয়ে আনার যে ঘোষণা দিয়েছে তার বিরোধিতা করেছেন বিএফসিএ কর্তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম দল আরামবাগ ক্রীড়া সংঘ বলেই দিয়েছে বাফুফে ঘোষিত সময়ে তাদের পক্ষে দলবদলে অংশ নেয়া সম্ভব নয়।

সংগঠনটির সভাপতি তরফদার মো: রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম মমিনুল হক সাঈদ ছাড়াও দেশের বেশিরভাগ ফুটবল ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সভায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, সিনিয়র বিভাগ ফুটবল লিগের দলগুলোর অংশগ্রহণ ফি এবং ট্রান্সফার ফি অবিলম্বে ক্লাবগুলোকে প্রদান করা না হলে পরবর্তী দলবদল কার্যক্রমে ক্লাবগুলো অংশ নেবে না বলে সভায় জানানো হয়। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘মৌসুম এগিয়ে আনার সিদ্ধান্ত ক্লাবগুলোর মতামত নিয়েই করা হয়েছে। আমরা চিঠি দিয়ে ক্লাবগুলোর কাছে মতামত চেয়েছিলাম। মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং ক্লাবসহ কয়েকটি দল চিঠির উত্তর দিয়েই তাদের মতামত জানিয়েছিল। আর অডিট রিপোর্ট আমাদের প্রস্তুতই আছে। কারণ, বছরে দুইবার অডিট রিপোর্ট ফিফা ও এএফসিতে জমা দিতে হয়। একবার ৩০ জুনের মধ্যে, আরেকবার ৩১ ডিসেম্বরের মধ্যে। আগামী সেপ্টেম্বরে এজিএম করার প্রস্তুতিও নিচ্ছি আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ