Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ১৫ ফুট খাদে : নিহত ২৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ভারতের যমুনা এক্সপ্রেসওয়ে থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হল ২৯ জন যাত্রীর। আহত হয়েছেন অন্ততপক্ষে ১৭ জন। সোমবার সকালে রাজধানী দিল্লির কাছে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪৬ জন যাত্রী নিয়ে লক্ষেী থেকে দিল্লি যাচ্ছিল স্লিপার কোচ বাসটি। দিল্লিতে ঢোকার আগে যমুনা এক্সপ্রেসওয়েতে একটি সেতু থেকে পিছলে গিয়ে ১৫ ফুট নীচে খাদের মধ্যে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৯ জনের। আহতের সংখ্যাও অনেক। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকট একটা আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। তারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। বাসটি উল্টে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছিল। পরে পুলিশ ও উদ্ধারকারী দল আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, বাসটির প্রচন্ড গতি ছিল। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারায় বাসটি। তবে আরও বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসনকে। উত্তরপ্রদেশ রোডওয়েজ নিহতদের পরিবারপিছু ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ