Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লালপুরে বাইসাইকেল আরোহীদের ওপর দুর্বৃত্তদের হামলায় আহত-৭

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৪:৩৫ পিএম

নাটোরের লালপুর উপজেলার লালপুর-আব্দুলপুর সড়কে বাইসাকেল আরোহীদের উপর দুর্র্বৃত্তদের হামলায় ৭ জন শ্রমিক আহত হয়েছেন। 

সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার লালপুর-আব্দুলপুর সড়কের মুচিপাড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার চকজোত দৌবকী এলাকার সোলাইমন হোসেনের ছেলে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলম (৩৫), মুজাফর আলীর ছেলে লিটন (৩৬), রামকৃষ্ণপুর কসাপাড়া এলাকার জেছের আলীর ছেলে মোল্লা (৩৭), মোতাহার আলীর ছেলে হাজিম উদ্দন (২০) ও একই এলাকার বিপ্লব (৩০), জহুরুল (৩২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার ভোরে ৭জন ইটভাটা শ্রমিক বাইসাইকেল নিয়ে কচুয়া এলাকার আমিরুলের ইটভাটায় কাজে যাচ্ছিলেন, পথেমধ্যে মুচিপাড়া ব্রিজ এলাকায় পৌঁছাইলে ১৪-১৫ জনের এক দল দুর্বৃত্ত তাদের পথরোধ করে হামলা চালিয়ে শ্রমিকদের উপর্যুপরি কোপাতে শুরু করে। এসময় দুই-একজন শ্রমিক তাদের সাইকেল ফেলে পালিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘এটা ডাকাতি নয়, তবে সাইকেল চালক শ্রমিকদের সঙ্গে তাদের কোন শত্রুতা থাকতে পারে, তার পরেও যদিকেউ অভিযোগ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থ্যা গ্রহণ করা হবে বলে তিনি জানান।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্বৃত্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ