বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে অলোক বাগচী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার গোপালপুর পৌর সভার বিজয়পুর মোড়ের মহিলা রোড নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত অলোক বাগচী গোপালপুর পৌর সভার ঠাঁকুরবাড়ি এলাকার মৃত সুনিল বাগচীর ছেলে ও পেশায় সে একজন অটোভ্যান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলোক বাগচীকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গোপালপুর পৌর সভার তোফাকাট থেকে এক কিলোমিটার দূরে বিজয়পুর মোড়ের মহিলা রোড নামক স্থানে দুর্বৃত্তরা অলোক বাগচীকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।