Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় ছাত্র শিক্ষকসহ আহত ৫

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চুনারুঘাট উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজে দুর্বৃত্তের হামলায় ছাত্র-শিক্ষকসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন-কলেজে সিনিয়র শিক্ষক আব্দুল মালেক (৫০), সহকারী শিক্ষক মাসুদ (৪০), নবম শ্রেণির ছাত্র তহিদ মিয়া (১৪), শাকিল মিয়া(১৫) ও কলেজের আয়া রিনা বেগম (৩০)। এ সময় স্থানীয় লোকজন ও স্কুল ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় ৫ হামলাকারীদের আটক করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর স্কুলে এসএসসি ও জেএসসি টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার চেগানগর গ্রামের আ. ছালামের ছেলে নবম শ্রেণির ছাত্রের সাথে আমুরোড হাই স্কুল এন্ড কলেজের জৈনিকা এক ছাত্রীর সাথে প্রেমের সর্ম্পকের বিরোধে নিয়ে কিছু দিন পূর্বে সালিশ বৈঠক হয় এবং শাকিলকে ওই মেয়ের সাথে কোন প্রকার যোগাযোগ না করতে সতর্ক করা হয়। এরই জের ধরে গতকাল গাজীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর উপর ৮/১০ জন দুর্বৃত্ত চাইনিজ কুড়াল, চাপাতি ও খুর নিয়ে স্কুলে প্রবেশ করে ছাত্রছাত্রীর উপর হামলা চালায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় ছাত্র শিক্ষকসহ আহত ৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ