মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা
ডুবে যাচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায়
চট্টগ্রামে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা
রয়েছে। কারণ বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর এখন সক্রিয়।
অব্যাহত বর্ষণের সাথে দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি
জাহাজ বহরের মালামাল লাইটারিং খালাস কাজ প্রায় বন্ধ রয়েছে। থমকে গেছে বন্দরের
মালামাল খালাস ও ডেলিভারি পরিবহন।
অতিবৃষ্টিতে পাহাড়ধসের সতর্কতা বজায় আছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তীব্র
থাকায় সমুদ্র উত্তাল। চট্টগ্রাম সহ বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো
হচ্ছে।
অব্যাহত বর্ষণে চট্টগ্রামের সর্বত্র দুর্ভোগে পড়েছেন কর্মজীবী, ব্যবসায়ী,
স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।
এরই মধ্যে নগরীর মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, শোলকবহর, কাতালগঞ্জ, ষোলশহর,
আগ্রাবাদ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই খাতুনগঞ্জ, পতেঙ্গা সহ অনেক
এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। বাসাবাড়ি, অফিস, ব্যাংক, দোকান
পাট, রাস্তাঘাট সড়ক পানিতে সয়লাব। এতে করে চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ।
স্থবির হয়ে গেছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, লেনদেন।