Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতিবৃষ্টিতে ডুবছে চট্টগ্রাম, জনদুর্ভোগ চরমে, পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ২:৩৭ পিএম
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা
ডুবে যাচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায়
চট্টগ্রামে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা
রয়েছে। কারণ বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর এখন সক্রিয়।
অব্যাহত বর্ষণের সাথে দমকা হাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি
জাহাজ বহরের মালামাল লাইটারিং খালাস কাজ প্রায় বন্ধ রয়েছে। থমকে গেছে বন্দরের
মালামাল খালাস ও ডেলিভারি পরিবহন।
অতিবৃষ্টিতে পাহাড়ধসের সতর্কতা বজায় আছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ তীব্র
থাকায় সমুদ্র উত্তাল। চট্টগ্রাম সহ বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো
হচ্ছে।
অব্যাহত বর্ষণে চট্টগ্রামের সর্বত্র দুর্ভোগে পড়েছেন কর্মজীবী, ব্যবসায়ী,
স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ।
এরই মধ্যে নগরীর মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, শোলকবহর, কাতালগঞ্জ, ষোলশহর,
আগ্রাবাদ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই খাতুনগঞ্জ, পতেঙ্গা সহ অনেক
এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। বাসাবাড়ি, অফিস, ব্যাংক, দোকান
পাট, রাস্তাঘাট সড়ক পানিতে সয়লাব। এতে করে চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ।
স্থবির হয়ে গেছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য, লেনদেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ