বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (০৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুমনা গুপ্তার সঞ্চলনায় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘ধর্ষণের ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিচারের যে দীর্ঘসূত্রিতা এতে অনেকের ধৈর্য থাকেনা।’
পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন বলেন, ‘এই ধরনের কর্মকান্ড যারা করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।’
দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘দেশে এখন প্রতিবাদ জানিয়ে কাজ হয়না। তাই এই থেকে উত্তরনের জন্য আমাদের শিক্ষকদেরও চিন্তার জায়গায় পরিবর্তন দরকার।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা বলেন, ‘ সম্প্রতি ঘটে যাওয়া সায়মা হত্যাকন্ড কোন বিচ্ছিন্ন ঘটনা না। আমরা বলতে চাইছি, আমাদের ছেলে-মেয়েরা নিরাপদে থাকুক। নিরাপদে চলাচল করুক।’
সমাপনী বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, এমন পৈশাচিক ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসির জোড় দাবি জানাচ্ছি। আজ আমরা মানববন্ধন করছি। তাতে যদি কাজ না হয়, তাহলে আরো যদি অন্য কোন পদক্ষেপ নিতে হয় আমরা সকলকে নিয়ে তা গড়ে তুলবো।’
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক সাঈদ ফেরদৌস, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জয়ীতাসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।