Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শিরোপার পথে আরো একধাপ এগুলো বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ৮:০১ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের অভিষেক আসরেই শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেল নবাগত বসুন্ধরা কিংস। লিগের একাদশ আসরে দূরন্ত গতিতে ছুটে চলা বসুন্ধরা প্রথম লেগে একমাত্র হোঁচটটি খেয়েছিল যাদের সামনে সেই টিম বিজেএমসি’কেই এবার হারালো তারা। রোববার বিকেলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে বসুন্ধরা ২-০ গোলে হারায় বিজেএমসিকে। বিজয়ী দলের হয়ে স্থানীয় ডিফেন্ডার নুরুল নাঈম ফয়সাল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভা একটি করে গোল করেন। এই জয়ে বসুন্ধরা ১৮ ম্যাচে ১৭ জয় ও এক ড্র’তে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো। সমান ম্যাচে তাদের চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড রয়েছে দ্বিতীয়স্থানে। আর ১৯ ম্যাচে এক জয়, পাঁচ ড্র ও ১৩ হারে মাত্র ৮ পয়েন্ট পেয়ে বিজেএমসি’র অবস্থান তলানীতে। প্রথম লেগে এই বিজেএমসির’র বিপক্ষে গোলশূণ্য ড্র’র পর টানা বারো ম্যাচ জিতল নবাগতরা। লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বসুন্ধরাই। প্রথম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে একের পর এক ম্যাচ জিতে চলেছে দলটি।

রোববার ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দেয় বসুন্ধরা। তবে দূর্বল প্রতিপক্ষকে পেয়ে একাধিক সুযোগ সৃষ্টি করলেও মাত্র দু’টিতে সফল হয় তারা। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেন নুরুল নাঈম ফয়সাল (১-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলে দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পায় বিজয়ীরা। ম্যাচের ৮১ মিনিটে বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। এসময ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ে তিনি বিজেএমসির একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে মাপা শটে গোল করেন (২-০)। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে নবাগতরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ