নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আবারও ভিএআরের সমালোচনা করে আর্জেন্টিনার পক্ষে কথা বললেন বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জয়ী সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদো।
সেমি-ফাইনালে চিরপ্রতিদ্বদ্বী ব্রাজিলের কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নেয়ার পর রেফারির বিরুদ্ধে অভিযোগ আনে আর্জেন্টিনা। ম্যাচ শেষেই কোচ ও খেলোয়াড়রা রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তে পক্ষপাতিত্বের অভিযোগ আনে। এ ব্যাপারে তারা দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থায় লিখিত অভিযোগও দায়ের করে। এবার ব্রাজিল শিবিরের সাবেক তারকাই আর্জেন্টিনার সমর্থনে কথা বলেছেন। সাবেক বিশ্বজয়ী তারকা রিভালদো বলেন, ‘অবশ্যই অভিযোগ করার মতো যথেষ্ট কারণ আছে আর্জেন্টিনার কাছে। এটা মানতে আপত্তি নেই যে দুই দলের মধ্যে ব্রাজিল অনেক এগিয়ে। কিন্তু দুটি পেনাল্টির সিদ্ধান্ত ব্রাজিলের পক্ষে গেছে, যেটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চাইলে পুনরায় বিবেচনা করতে পারত।’
বরাবরই রিভালদো ভিএআরের বিপক্ষে। আবারও পুরোনো কথা টেনে সাবেক বার্সেলোনা তারকা বলেন, ‘আমি বহুদিন ধরে বলছি, আমি ভিএআরের সমর্থক নই। ফুটবলের গতিকে বিনষ্ট করছে এই নিয়ম। যখন-তখন খেলা থেমে যাচ্ছে। এটা শুধুই রেফারিদের সহায়তা করে। আর কাউকে না।’
দক্ষিণ আমেরিকায় ভিএআর ব্যবহার করলে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন তিনি, ‘ইউরোপেই ভিএআর নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। দক্ষিণ আমেরিকায় তো ইউরোপের মতো অত সুযোগ-সুবিধাও নেই। তার মানে বুঝুন, ভিএআর এখানে কেমন বিতর্ক সৃষ্টি করবে!’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।