মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবে এক আয়োজনে পারফর্ম করবেন মার্কিন র্যাপার নিকি মিনাজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। সামাজিক বিনোদনের ওপর কয়েক দশকের কড়াকড়ি থেকে সম্প্রতি বের হয়ে আসতে চাচ্ছে অতিরক্ষণশীল দেশ সউদী আরব।
নিকি মিনাজ তার গানের কথা ও ‘খোলামেলা’ মিউজিক ভিডিওর জন্য পরিচিত। সেই মিনাজই ১৮ জুলাই পারফর্ম করবেন সউদী আরবের পশ্চিমের শহর জেদ্দায়। শহরটিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে নিকি মিনাজকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিকি মিনাজের নাচ-গানের সঙ্গে ব্রিটিশ মিউজিশিয়ান লায়ম পেইন এবং মার্কিন ডিজে স্টিভ আওকিও কাজ করবেন। এই অনুষ্ঠান টেলিভিশনে প্রচার করার কথাও জানিয়েছে গণমাধ্যম।
আয়োজকদের একজন রবার্ট কোয়ের্ককে উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি (মিনাজ) খুব সক্রিয় থাকবেন। জেদ্দায় স্টেজ থেকে তো বটেই, হোটেল থেকেও তিনি অনেক কিছু শেয়ার করবেন।’
সউদী প্রিন্স মোহাম্মদ বিন সালমান বেশ কিছু দিন ধরেই কট্টর রক্ষণপন্থা থেকে সউদী আরবকে একটি উদারপন্থি রূপ দেয়ার চেষ্টা করছেন। মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন। বিভিন্ন খেলার অনুষ্ঠানেও মেয়েরা যাওয়ার সুযোগ পেয়েছেন। নিকি মিনাজের জেদ্দায় পারফর্ম করাকেও অনেকে এর অংশ হিসেবেই দেখছেন। তবে এখনো দেশটিতে অ্যালকোহল নিষিদ্ধ।
নিকি মিনাজকে আমন্ত্রণ জানানোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা সউদী আরবের কট্টর আইন সম্পর্কে কিছুটা হলেও দারণা রাখেন এবং একই সঙ্গে নিকি মিনাজের সম্পর্কেও পর্যাপ্ত ধারণা রাখেন, তাদের মনে সংশয় তৈরি হয়েছে। নিকি মিনাজের অনেক পারফর্ম্যান্স ‘পশ্চিমা সমাজেও’ তীব্র আপত্তির মুখোমুখি হয়েছে ‘অশ্লীলতার’ দায়ে। ফলে অনেকেই সউদী আরবের সঙ্গে নিকি মিনাজকে মেলাতেই পারছেন না। সূত্র : ডয়েচ ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।