Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামুতে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথে আলোর দিশারী যুব পরিষদের আত্মপ্রকাশ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৭:৪০ পিএম
মাদক ও  অপরাধমুক্ত  সমাজ গড়ার দৃপ্ত শপথে "আলোর দিশারী যুব পরিষদ ' নামে একটি তারুণ্যদীপ্ত সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে রামুর 
লম্বরী পাড়ায়।
লম্বরীপাড়ার আদর্শিক প্রতিশ্রুতিশীল  যুবক-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে এ সংগঠনের অভিযাত্রার সূচনা হয়। এতে যুবসমাজের সিনিয়র প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চুড়ান্তভাবে মাদক বিরোধী 
কর্মসূচী গৃহীত হয়।
এ উপলক্ষ্যে লম্বরীপাড়া খালেদ বিন ওয়ালিদ র.  জামে মসজিদে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। 
 
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরকে সভাপতি, মুহাম্মদ নবী হোসাইন (একে খাঁন) কে সাধারণ সম্পাদক, মুহাম্মদ সেলিম উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে "আলোর দিশারী যুব পরিষদ"র কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। 
 
এতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি রাশেদুল হক আনছারী, মুহাম্মদ মঈন উদ্দীন মাসুম, রমজান আলী, শোয়াইব ( সোহেল), রিয়াজ উদ্দীন ( রানা), সলিম উল্লাহ, খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইস্কান্দার হিরু, অর্থ সম্পাদক হোসাইন মুহাম্মদ ( জনি), দফতর সম্পাদক শফিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ফারুক আহমদ, প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল হুদা, সহ-প্রচার সম্পাদক তৌহিদ হাসনাত (বাবু), মুহাম্মদ শাকিল।
সভায়  মাদকসহ সর্বপ্রকার অপরাধ ও অপসংস্কৃতি  নির্মূল, ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে ইসলামী সভ্যতা-সংস্কৃতি, সামাজিক শিষ্টাচারিতা ও মানবিক সম্প্রীতির আলো ছড়িয়ে দিয়ে আলোকিত সমাজ গড়ার আদর্শিক অঙ্গিকার ঘোষণা করা হয়। 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ