Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৩ জেলে অপহৃত

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৯, ৪:১৩ পিএম

সুন্দরবনে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারী খাল থেকে মাথাপিছু এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের নওশেদ গাজীর ছেলে মোবারক গাজী (৪৫), টেংড়াখালী গ্রামের মৃত তমিজ গাজীর ছেলে ছাত্তার গাজী (৩৩) এবং গাবুরা গ্রামের আলম গাজী (২৮)।
অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের ইমাম আলী জানান, এক সপ্তাহ আগে তারা কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে মাছ ধরতে যায়। ভোরে (বৃহস্পতিবার) বৈকারী খালে মাছ ধরার সময় বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে তাদের অপহরণ করে।
এ বিষয়ে কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ