Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আর্জেন্টিনার ভবিষ্যত উজ্জ্বল দেখছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ৬:১৬ পিএম

ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়ে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। তবে কোচ লিওনেল স্কালোনি বিশ্বাস করেন তার ‘নতুন’ দলটির ভবিষ্যত উজ্জ্বল।

স্কালোনি বলেন, ‘নিঃসন্দেহে আজ একটি কথা অন্তত বলা যায় জাতীয় দলের জার্সি গায়ে এই খেলোয়াড়দের মধ্যে যে প্রতিশ্রæতি আছে তা অন্যদের মধ্যে ছিল না। আমি এই দলটি মধ্যে ভবিষ্যত দেখতে পাচ্ছি। আমি এদের নিয়ে দারুণ আশাবাদী। এই স্টেডিয়ামে এই কন্ডিশনে আমরা অনেক সময়ই প্রতিপক্ষের উপর দাপট দেখিয়েছি। তারা ফাইনালে উঠেছে সেটা বিষয় নয়, আমরা আজ প্রমাণ করেছি আমরা কি করতে পারি। এটাই গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলের বিপক্ষে অন্য কোন দলই এতগুলো গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। সে কারনেই এই ম্যাচে জয় না পাওয়াটা দুর্ভাগ্যের।
মেসি প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘নিঃসন্দেহে সেই দলের মূল ভরসা। সবসময়ই সে আর্জেন্টিনার মান সকলের সামনে তুলে ধরে। সে যাতে পাস ধরতে না পারে ব্রাজিলিয়ানরা প্রতিনিয়ত সেই চেষ্টাই করেছে। আর আমরা চেষ্টা করেছি কিভাবে সে পাস পেতে পারে। তাকে মাঠে খেলতে দেখাটাও সৌভাগ্যের।’

ইকুয়েডরের রেফারি রডি জামব্রানোর বেশ কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন স্কালোনি, ‘আমি রেফারিং মোটেই পছন্দ করিনি। সাধারণত আমি এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে পছন্দ করি না। কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই ধরনের ম্যাচে রেফারিং করার মত যোগ্যতা তার নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ