মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদলে ‘বাংলা’ রাখার প্রস্তাব আবারও খারিজ করে দিল কেন্দ্র সরকার। নাম পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন উল্লেখ করে রাজ্যসভায় প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।
এর আগে ২০১৮ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের নাম বদল সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয় নিম্নকক্ষ বিধানসভায়। প্রস্তাব পাসের পর কেন্দ্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে মমতা বলেন, ‘এর সঙ্গে রাজ্যের আবেগ জড়িয়ে, দ্রুত অনুমোদন দিন।’
যদিও সে বার রাজনাথ মমতাকে আশ্বাস দিয়েছিলেন, উচ্চ পর্যায় থেকে বিষয়টি দেখা হচ্ছে। পরবর্তীতে কেন্দ্র থেকে তিন ভাষাতেই একই ধরনের নাম দিতে হবে উল্লেখ করে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় একটি প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। মূলত এ সবের প্রেক্ষিতে কেন্দ্রের কাছে তিন ভাষাতে ‘বাংলা’ নামের প্রস্তাব পাঠায় পশ্চিমবঙ্গ।
সম্প্রতি পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের মাধ্যমে ‘বাংলা’ করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যসভায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের উপনেতা সুখেন্দুশেখর রায়। এমনকি রাজ্যসভার সচিবের কাছে তিনি এ সংক্রান্ত একটি চিঠিও পাঠান। যেখানে লেখা হয়, ২০১৮ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব পাশ করে। তবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রক্রিয়ায় এখনও কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার বরাবর আবেদন, বাঙালিদের পরিচয় রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ বিধানসভার এই প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হোক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।