Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় বিআরটিএ’র নামে প্রতারনার অভিযোগে তিন যুবকের জেল

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৭:৩৯ পিএম

সাতক্ষীরায় বিআরটিএর মাধ্যমে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র তৈরি করে দেওয়ার নামে প্রতারণার সময় তিন যুবককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা কালেকটরেট চত্বরে এ ঘটনা ঘটে। খুলনার দুদক কর্মকর্তা শাওন মিয়া, নীলকমল পাল ও বিজন কুমার সরদার এ অভিযান পরিচালনা করেন।
সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা জানান, সাজাপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা গ্রামের জিয়াউল হক ও সাইফুল আলম এবং সাতানি গ্রামের আল আমিন সরদার। তিনি জানান, জিয়াউলকে ৩০ দিন এবং অপর দুই জনের ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাগারে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ