Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের লেখা ও সুর করা গানে পড়শী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

সঙ্গীতশিল্পী পড়শী শুধু গান গান না, গান লিখেন এবং সুরও করেন। ২০১০ সালে স্বনামে প্রকাশিত তার প্রথম একক অ্যালবামে ‘উদাস দুপুর’ গানটির কথা, সুর করেছিলেন তিনি। সঙ্গীতায়োজন করেছিলেন সন্ধি। তারপর আর তাকে গান লিখতে ও সুর করতে দেখা যায়নি। ৯ বছর পর আবারও নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন পড়শী। শিঘ্রই গানটির কাজ শুরু হচ্ছে। পড়শী বলেন, দীর্ঘদিন পর নিজের জন্য গান করলাম। এরই মধ্যে গানটির সুর করেছি। এখন কথা লেখার কাজও চলছে। শিগগিরই গানটি রেকর্ড করব। আসছে ঈদ উল আজহায় গানটি প্রকাশ করা হবে। এদিকে পড়শী মুক্তি প্রতীক্ষিত সাপলুডু সিনেমা হৃদয় খানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন। পড়শী বলেন, গানটি সুন্দর হয়েছে। শ্রোতারা পছন্দ করবেন আশা করছি। এছাড়া এ মাসে প্রকাশিত হবে ইমরান-পড়শীর মিউজিক ভিডিও আবদার। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ